Khoborerchokh logo

গাইবান্ধা জেলার সদর উপজেলা ১নং লক্ষীপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে । 133 0

Khoborerchokh logo

গাইবান্ধা জেলার সদর উপজেলা ১নং লক্ষীপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে ।


আলমগীর কবীর
১নং লক্ষীপুর ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।গতকাল সোমবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় উজির ধরনী বাড়ী পূর্বপাড়াস্থ গাইবান্ধা–লক্ষীপুর রোডের মেসার্স ABC এগ্রিকালচারাল এন্ড বিজনেস সেন্টার এর সামনে শমসের আলী মোড়ে,স্থানীয় সরকার মন্ত্রনালয়ের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা নিয়ে সাধারণ ভোটারদের সংঙ্গে মতবিনিময় করেছেন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার একাধিক বার নির্বাচিত জনাব মোসলেম উদ্দীন

মোসলেম উদ্দীন বলেন,আমি স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম,বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে ছিলাম ,আছি এবং থাকবো ।১৯৮৩সালে তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ৩নং ওর্য়াডের সন্মানীত ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ।এরপর ১৯৯৩ সালে একই ওর্য়াড থেকে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের সেবা দিয়েছিলেন ।বর্তমানে ৬ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি । তিনি আরও বলেন আমি এবং আমার পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,আমার দুই চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা,তারা নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ।আওয়ামী লীগ পরিবারের লোক হিসেবে আপনাদের নিকট আমার চাওয়া ২০২১সালের স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে প্রথম কাজ হবে,নারী ও শিশু নির্যাতন রোধ করা,মাদকমুক্ত সমাজ গড়া,সন্ত্রাস,সুদ,ঘুষ ও জুয়ার বিরোদ্ধে কাজ করা ।গাইবান্ধা জেলার মধ্যে এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্টিত করবো ইনশাল্লাহ ।উক্ত মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,জনাব মো: সোহরাব হোসেন,সহ সভাপতি-১নং লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, রন্জু মিয়া, দপ্তর সম্পাদক,১নং লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মো: মোশারফ হোসেন পারভেজ,৪নং ওর্য়াড আওয়ামীলীগ সদস্য,মো: আকবর আলী,জালাল উদ্দীন ও আব্দুল মান্নান প্রমূখ । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোজাম্মেল হক বুলু মাষ্টার ,উপস্থাপনায় ছিলেন রন্জু মিয়া,দপ্তর সম্পাদক,১নং লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ।পরিশেষে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সকলের নিকট দোয়া ও সহযোগীতা চেয়ে সমাপ্তি ঘোষনা করেন ।    



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com